Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে খোলা থাকবে শেয়ারবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১:০৪ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম জানিয়েছেন, লকডাউনের মধ্যেও শেয়ারবাজারের লেনদেন বন্ধ হচ্ছে না।

আজ (রোববার) সকালে রাজধানীর একটি হোটেলে সিএমজেএফ ও সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত এক ওয়ার্কশপে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, শেয়ারবাজারের সাথে অনেক মানুষের রটি-রুজি জড়িত। তাই এ বাজার বন্ধ করলে অনেকই ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া বাজারে বিনিয়োগ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। তাই ব্যাংক লেনদেনের সময়ের সাথে মিলিয়ে আমরা সীমিত পরিসরে পুঁজিবাজার চালু রাখবো।

বিএসইসির চেয়ারম্যান জানান, কেউ গুজবে কান দেবেন না। লকডাউনের গুজবে গত কয়েকদিনে বাজারে ধ্বস নেমেছে। আজ সকালেও বড় পতন হয়েছে। তবে আমরা বাজার চালু রাখবো। তাই ভয়ের কারণ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএফএ সোসাইটির সভাপতি শাহীন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সিএমজেএফ সভাপতি হাসান ইমাম রুবেল। স্বঞ্চালনা করেন সিএফএ সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ