Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিএমইএ’র নির্বাচন আজ

দু’পক্ষই জয়ে আশাবাদী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

প্রায় আট বছর পর আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বহুল আলোচিত পরিচালনা পরিষদের প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচন। সারা দেশে মাত্র ২ হাজার ৩১৪ জন ভোটারের এই নির্বাচন সম্ভবত অতীতের যে কোনবারের চেয়ে বেশি আলোচনা তৈরি করেছে। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘ফোরাম’ ও ‘সমন্বয় পরিষদ’ প্যানেলের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ আর কাদা ছোঁড়াছুড়ির মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাঝে একবার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ফরহাত আনোয়ার পদত্যাগও করেছিলেন। অবশ্য সংগঠনের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তিনি ফেরত আসেন। এর মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার আগামীকাল থেকে দেশব্যাপী লকডাউনও ঘোষণা করেছে। ফলে ভোটার উপস্থিতি কেমন হবে কিংবা এই নির্বাচন ঘিরে নতুন জনসমাগম বেশি হওয়ায় তা করোনার সংক্রমণ উস্কে দেয় কিনা - এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। একই সঙ্গে ছিলো কিছু অনিশ্চয়তাও। তবে সব জল্পনা কল্পনা শেষে আজ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা ও চট্টগ্রাম - দুই অঞ্চলের ভোটাররা দুই জায়গায় ভোট দিতে পারবেন। ঢাকায় হোটেল র‌্যাডিসন এবং চট্টগ্রামে বিজিএমইএ’র আঞ্চলিক অফিসে ভোটগ্রহণ হবে। ঢাকায় ১ হাজার ৮৫৩ জন এবং চট্টগ্রামে ভোটার ৪৬১ জন। বিজিএমইএ’র নির্বাচন বোর্ডসূত্র জানিয়েছে, করোনার পরিস্থিতি বিবেচনায় ভোট গ্রহণের সময়সীমা তিন ঘন্টা বাড়ানো হয়েছে। ভোটাররা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দিতে পারবেন। এছাড়া ভিড় এড়াতে বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে।
ভোটে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৩৫ জন পরিচালক নির্বাচিত হবে। যে প্যানেলের পক্ষে বেশি পরিচালক নির্বাচিত হন, সাধারনত তারাই সভাপতিসহ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেন। নির্বাচিত পরিচালকরা আগামী ২০ এপ্রিল সভাপতি ছাড়াও সাতজন সহসভাপতি নির্বাচিত করবেন।

প্রতি দুই বছর পর পর বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সর্বশেষ দুই পরিচালনা পরিষদ হয়েছিলো মূলত উভয় প্যানেলের সমঝোতায়। সর্বশেষ ২০১৩ সালে উভয় প্যানেলের প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন সম্মিলিত পরিষদের আতিকুল ইসলাম, যিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এরপর সমঝোতায় প্রথমে সম্মিলিত পরিষদের সিদ্দিকুর রহমান দুই বছরের স্থলে প্রায় সাড়ে তিন বছর আর বর্তমান সভাপতি রুবানা হক দুই বছর দায়িত্ব পালন করেন।

নির্বাচনে সম্মিলিত পরিষদ থেকে নেতৃত্ব দিচ্ছেন জায়ান্ট গ্রুপের প্রধান ফারুক হাসান। তিনি এর আগে বিজিএমইএ’র বোর্ডে সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছিলেন। নিজের প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, অনেক বছর ধরে পোশাক খাতের অগ্রগতির জন্য কাজ করেছি। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করার মত টিম রয়েছে আমাদের। তাজরীন, রানা প্লাজার মত কঠিন সময়ের পাশাপাশি ন্যুনতম মজুরির বিষয়ে কাজ করার মত অভিজ্ঞ ব্যক্তিরা এই প্যানেলে রয়েছেন। এর সঙ্গে রয়েছেন নবীনরাও।
অন্যদিকে ফোরামের নেতৃত্ব দানকারী এবিএম সামছুদ্দিন হান্নান গ্রুপের চেয়ারম্যান। তিনিও নিজের প্যানেলের জয়ের বিষয়ে আশার কথা জানিয়ে বলেন, গত দুই বছরে করোনার কঠিন সময়ে বর্তমান সভাপতির নেতৃত্বে সদস্যদের জন্য কাজ করা হয়েছে। ভোটাররা এখন সচেনত। তারা জানেন, কাদের দিয়ে সদস্য এবং সংগঠনের কল্যাণ হবে।

বিভিন্ন আলোচনা-সমালোচনা থাকলেও নির্বাচন নিয়ে কোন প্যানেলের পক্ষ থেকেই আশঙ্কার কথা জানানো হয়নি।
এ পর্যন্ত বিজিএমইএ’র ১৫ জন সভাপতি পেয়েছে। এর মধ্যে সম্মিলিত পরিষদ থেকে ১১ জন আর ফোরাম প্যানেল থেকে ৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ