Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসার মধ্যে যদি গাইরে মাহরাম থাকে যেখানে ফিতনা সৃষ্টি হওয়ার কোন সম্ভবনাই নাই, সেক্ষেত্রে আমার স্ত্রী কি মুখ খোলা রেখে তাদের সামনে আসতে পারবে? আর বাসায় যদি কোন মেহমান আসে যাদের কেউ কেউ আমার জন্য গাইরে মাহরাম, আবার কেউ কেউ আমার স্ত্রীর জন্য গাইরে মাহরাম, সেক্ষেত্রে কীভাবে আমরা তাদের মেহমানদারী করবো? আমার স্ত্রী পরিপূর্ণ পর্দা করে (মুখ খোলা রেখে) তাদের সামনে আসতে পারবে কি? আমরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক মনে করি, দুইজনের মন একটাই মনে করে (সব কথাই শেয়ার করি)। এমন কোন কথা যেটা অন্য ব্যক্তির সাথে শেয়ার করলে গীবত হত, তেমন কোন কথা স্ত্রীর সাথে শেয়ার করলে কি গীবত হবে?

ফরহাদুল আলম
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৭:৪১ পিএম

উত্তর : শরীয়তে যাদের সামনে যাওয়া যায় তাদের সামনে চেহারা, হাত পায়ের কব্জি ইত্যাদি খোলা থাকলে কোনো সমস্যা নেই। যাদের সামনে যাওয়া যায় না, অথচ পারিবারিক প্রয়োজনে অপারগত হয়ে সামনে যেতে হয়, তাদের সাথে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ হাত, পা ও চোখ খোলা রেখে বাকী সারা দেহ উত্তমরূপে ঢেকে কোনোরকম যাবে। মেহমানদের মধ্যে স্বামী-স্ত্রী যে যার সামনে চলা ফেরার সুযোগ আছে, ভাগ ভাগ করে সে তার সামনে যাবে। সামাজিক কারণে দুজনেরই যেতে হলে দৈহিক পর্দা এবং কঠোর নজরের হেফাজত করবে। যদি মেহমান নজরের হেফাজত না বোঝে, তাহলে তাদের সামনে বাইরের লোকেদের সমান পর্দা করতে হবে। গীবত সবসময়ই গীবত। যথাসম্ভব কঠোরভাবে বর্জন করতে হবে। একান্ত আলাপচারিতায় যদি বর্ণনাগত গীবত হয়ে যায়, সেটিও চেষ্টা করে ত্যাগ করতে হবে। গীবতসমৃদ্ধ এমন আলাপের জন্যও গীবত করার মতোই তওবা ইস্তেগফার করতে হবে। স্বামী-স্ত্রীর ঘরোয়া ও দৈনন্দিন আলাপচারিতায় অপরের নিন্দা বা দোষ বর্ণনার বিষয়বস্তু বদলে কর্তব্য। অপরের দোষ ছাড়া নিজেদের মধ্যে নির্দোষ আলোচ্য বিষয় বৃদ্ধি করুন। সচেতনভাবে এমন করলে গীবত ছাড়াই সারাদিন আলাপ চালিয়ে যাওয়া যাবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
[email protected]

ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • Md. Amirul Islam ৪ এপ্রিল, ২০২১, ৫:০৯ পিএম says : 0
    Assalamu Alaikum. ami amar wife o amar ammake niye bolci, amar ammar age ner by 70. amar wife amar ammake jotha somvob seba jotnno kore, amara sobai niyomito namaj pori. amar amma khubi porejgar. Quraan poren niyomito. namaj kaja koren na. kintu. amar wife er songe edaning achoron valo korchen na. ami boli, sobaike valo vabe thakar jonno. but. ektutei kichu hole amma sobar dosh dhore nanan kotha bolte thaken. ar ovishap dite thaken. ami nije nije chinta kori jana obosthay ami amar ammar songe kharap achoron korchina. tar poreo amma chinta koren ami amar wife er kotha beshi shuni, ami kintu amar ammake kono somoy rag korina. ami jante chassi je amma je ovishap den tate ki amar somossa hobe (shibaver dik diye). ami ki korte pari. doya kore jodi amake ektu bolten ei bapare. ami upokrrito hoitam.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইরে মাহরাম

৩ এপ্রিল, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ