Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমেরা পেট্রোলিয়ামের দৃষ্টিনন্দন ‘৫০ এ বাংলাদেশ’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৬:৫৭ পিএম | আপডেট : ৮:২৪ পিএম, ২৮ মার্চ, ২০২১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের অন্যতম এলপিজি কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি তাদের মংলা প্লান্ট এ এক বিশেষ আয়োজন করেছে। এই আয়োজনে প্লান্ট এর সকল সদস্য মিলে ওমেরার ২৩১০ টি সিলিন্ডার পাশাপাশি বসিয়ে প্লান্ট এর মাঠে ’৫০ এ বাংলাদেশ’ লিখে।

এই দৃষ্টিনন্দন আয়োজন প্রসঙ্গে তারা বলেন, এই কষ্টসাধ্য কাজটি তারা করেছেন মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে। তারা আরো বলেন, এমন কাজ আগে দেশের কোথাও হয়নি এবং এই কাজটি সবাই মিলে করতে পেরে ওমেরা পরিবারের সকল সদস্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

উল্লেখ্য, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড দেশের একটি স্বনামধন্য এলপিজি কোম্পানি। পরপর দুইবার দেশ সেরা এলপিজি অ্যাওয়ার্ড প্রাপ্ত কোম্পানিটি ইউরোপিয়ান প্রযুক্তি সম্পন্ন ৪টি প্লান্ট, অত্যাধুনিক মেরিন ফ্লিট এবং সর্ববৃহৎ রিটেল নেটওয়ার্ক এর মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে অত্যন্ত সাফল্যের সাথে নিরবিচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহ করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ