Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারতের মধ্যে ৫ সমঝোতা স্মারক সই

শেখ হাসিনা-মোদি বৈঠক ঢাকা ছাড়ার আগে বাংলায় টুইট মোদির

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে বাণিজ্যে অশুল্ক বাধা দূর, তথ্য-যোগাযোগ সহায়তা ও দুর্যোগ মোকাবিলাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ভারতের পক্ষ থেকে ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা উপহার দেয়া হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্সের চাবি ও টিকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শনিবার বিকেল ৫টায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এরপর দুই নেতার উপস্থিতিতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। কয়েকটি প্রকল্প উদ্বোধন হয় এবং ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা হস্তান্তর হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বাস্থ্য, বাণিজ্য, সংযোগ, শক্তি, উন্নয়ন সহযোগিতা এবং আরও অনেক ক্ষেত্রে অর্জনের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অংশ নেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপহার বিনিময়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিভিন্ন উপহার বিনিময় করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বানানো একটি করে স্বর্ণ ও রুপার কয়েন মোদিকে উপহার দেন শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাজানো একটি রুপার কয়েন দিয়েছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া করোনা প্রতিরোধক ১২ লাখ ডোজ টিকা উপহারের প্রতীক বঙ্গবন্ধু কন্যার হাতে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী। এ ছাড়া শেখ হাসিনার হাতে ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি দিয়েছেন মোদি। বিকাল ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সন্ধ্যার পরে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। এর আগে সন্ধ্যা সাতটার দিকে বঙ্গভবনে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এ সময় বঙ্গভবনে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে’- মোদির বাংলায় টুইট
দুই দিনের সফরের শেষে ঢাকা ছাড়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় টুইট করেছেন।
গতকাল তার ব্যক্তিগত টুইট অ্যাকাউন্টে তিনি লেখেন, আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। মোদি আরো লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ফলপ্রসূ হয়েছে। আমরা ভারত-বাংলাদেশ সম্পর্কের সকল বিষয়ে বিস্তৃত পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ আরও গভীর করার উপায়গুলি নিয়েও আলোচনা করেছি।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে দশটায় ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী। সঙ্গে আস্ট্রজেনেকার ভ্যাকসিনের ১২ লাখ ডোজ উপহার হিসেবে সঙ্গে আনেন। ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বক্তৃতা করেন মোদি। সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। একই দিনে ঢাকার বাইরে সাতক্ষীরা এবং গোপালগঞ্জে দুটি মন্দির পরিদর্শন করে তিনি। বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে তিনি বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল জাদুঘর উদ্বোধন করেন।
দুদিনের সফরে বাংলাদেশে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ঢাকার বাইরে বেশি সময় ব্যয় করায় তার ফিরতি যাত্রার সময় দুই ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা নির্ধারণ করা হয়। রাত ৯টায় ভারতের বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে তিনি।



 

Show all comments
  • Fahimul Huda ২৮ মার্চ, ২০২১, ১:১১ এএম says : 0
    বাংলাদেশের মানুষ সবাই জানে, দাদারা সব সময় আমাদের বৃদ্ধা আংগুল দেখায়।
    Total Reply(0) Reply
  • HD Shahjahan ২৮ মার্চ, ২০২১, ১:১৩ এএম says : 0
    একজন বিদেশীর জন্য নিজের দেশের মানুষকে নির্মম ভাবে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে! হে আল্লাহ তুমি জালেম দের হিদায়াত দাও,
    Total Reply(0) Reply
  • রিয়াদ হোসেন ২৮ মার্চ, ২০২১, ১:১৩ এএম says : 0
    বাংলাদেশের কোন নেতা ভারত গেলে মসজিদে যায়? মোদী এদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের কাজে লিপ্ত।
    Total Reply(0) Reply
  • Borhan Uddin Sorkar ২৮ মার্চ, ২০২১, ১:১৩ এএম says : 0
    ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।
    Total Reply(0) Reply
  • AB Siddique ২৮ মার্চ, ২০২১, ১:১৪ এএম says : 1
    Very good. Long live friendship.
    Total Reply(0) Reply
  • Md MostafizurRahman Banijjo ২৮ মার্চ, ২০২১, ১:১৪ এএম says : 0
    বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতের অগ্রাসন দেশবাসী কে বিক্ষুব্ধ করে তুলেছে।
    Total Reply(0) Reply
  • Shohel Rana ২৮ মার্চ, ২০২১, ১:১৫ এএম says : 0
    বাংলাদেশের জন্য সবদিক থেকে ক্ষতিকর মোদির আগমন মোটেই দেশের জন্য সুখকর নয়।
    Total Reply(0) Reply
  • মজিবুর রহমান ২৮ মার্চ, ২০২১, ৬:২৭ এএম says : 0
    আমরা এই অন্যায়ের প্রতিশোধ নিশ্চয়ই নিব ইনশায়াল্লাহ্
    Total Reply(0) Reply
  • ibrahim ২৮ মার্চ, ২০২১, ৮:০৭ এএম says : 0
    মুদির জন্য মানুষের উপর গুলি এটা মুসলমানের কাজ না। সরকার এবং মুদদিকে বংকট করলাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ