পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারেনি স্বাধীন দেশের নাগরিকরা। সুবর্ণজয়ন্তীর দিন রাজধানী ঢাকায় অঘোষিত হরতাল চলেছে। এ অবস্থা দেখে মনে হচ্ছে, স্বাধীনতা দিবস একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। আর স্বাধীন দেশের মানুষ আজ বন্দি, স্মৃতিসৌধে যেতে পারবে না। গতকাল শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সভা-সমাবেশ বন্ধের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বুর্জোয়াদের দল আওয়ামী লীগ। তারা শুধু জানে জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল, গণমানুষের স্বাধীনতাকে হরণ করা। আজ তারা হেফাজতকে তুষ্ট করতে মরিয়া। মনে রাখবেন, হেফাজতকে তুষ্ট করতে যেয়ে আপনারা দেশ ধ্বংস করছেন, নিজেদের ধ্বংস করছেন। তিনি আরো বলেন, দেশের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারব না, সব উৎসব মোদির জন্য সাজানো হয়েছে। মোদিজি থাকবেন হোটেল সোনারগাঁওয়ে অথচ সেখান থেকে ২ কিলোমিটার পর্যন্ত সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে। আপনাদের কিসের এত ভয়? কেন জনগণকে স্মৃতিসৌধ থেকে বিমুখ করলেন? আপনারা ১৬ কোটি মানুষকে মোদির জন্য অপমান করেছেন, এজন্য আপনাদের জবাবদিহি করতে হবে।’
সিপিবি সভাপতি বলেন, আগামীতে আমরা আর আপনাদের মতো শাষককে চাই না। যারা জনগণের আশাকে মূল্যায়ন করতে পারেন না। আগামীর সরকার হবে বাম-প্রগতিশীল সরকার। যে সরকার মেহনতি মানুষের কথা বলবে, সমাজ থেকে বৈষম্য দূর করবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।