পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, খুলনা সদর থানা শাখার সাধারণ সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার সকালে নিজস্ব কার্যালয়ে পরিষদের সভাপতি মুফতি ফখরুল হাসান কাশেমীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারতে বিজেপি সরকারের সময়ে মুসলমানদের উপর যে নির্যাতন, জুলুম ও অত্যাচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানানো হয়। সভায় বক্তারা বলেন, ভারতের ওয়াসিম রিজভী কর্তৃক পবিত্র কোরআনের ২৬টি আয়াতকে পরিবর্তন করার জন্য উচ্চ আদালতে রিট পিটিশন করেছে, অথচ কোরআনের কোন একটি আয়াতে বা অক্ষরে কোন ত্রæটি বা সন্দেহ নাই। এই কুখ্যাত ব্যক্তির চিন্তা ও দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদও জানানো হয়।
সভায় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক সামছুর রহমান বাবুল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।