Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শবে বরাতের ছুটিতে ৩০ মার্চ বন্ধ ব্যাংক কার্যক্রম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৫:৫০ পিএম

পবিত্র শবের বরাতের ছুটিতে আগামী ৩০ মার্চ (মঙ্গলবার) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট-সুপারভিশন বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ‘আগের নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ মার্চ সোমবার শবে বরাতের ছুটি ঘোষণা করা হয়েছিলো। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাতের ঘোষিত ছুটি ২৯ মার্চ সোমবারের পরিবর্তে ৩০ মার্চ মঙ্গলবার ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ