Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের প্রয়োজন : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১০:৪৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছরে অতীতের সকল ভেদাভেদ ভুলে জাতিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের প্রয়োজন। ৫০ বছরে কে ভালো করেছে আর কে মন্দ করেছে তা নিয়ে পড়ে থাকলে চলবে না। মনে রাখতে হবে জাতি বিভক্ত হলে পরাজিত শক্তিই জয়ী হয়। দেশের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

তিনি রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ভার্চুয়াল এই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড: শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মন্জুরুল ইসলাম ভূঁইয়া ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইঊবী।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ: সেক্রেটারি অ্যাডভোকেট ড: হেলাল উদ্দিন, মু: দেলওয়ার হোসাইন, মু: আবদুল জব্বার ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির প্রমুখ।

ডা: শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতা আল্লাহর এক বিশেষ নিয়ামত। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি মহান স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। একই সাথে স্মরণ করেন স্বাধীনতার ঘোষণা যিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই শহীদ জিয়াউর রহমানকেও। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ এবং বেঁচে থাকা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি সম্মান জানান।’


মেজর জেনারেল অব: সৈয়দ ইব্রাহিম বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল ২০ বছর ৬ মাস, বিএনপি ছিল সাড়ে ১৪ বছর, জাতীয় পার্টি ছিল পাঁচ বছর আর বাকি সময় স্বৈরাচার সরকার। এ সময় সবাই কম বেশি দেশের উন্নয়নে কাজ করেছেন। কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে দেশের সব উন্নয়ন কাজ শুধুমাত্র আওয়ামী লীগ একাই করেছে। এটা কোনোভাবেই সঠিক নয়। গত ৫০ বছরে দেশে উন্নয়ন হয়েছে, ব্রিজ বেড়েছে, জিডিপি বেড়েছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়েছে আর তার সাথে বেড়েছে দেশের দুর্নীতিও। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে দেশের ভারসাম্য নষ্ট হয়েছে। মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করলেও দেশ চালানোর সময় তারা পায়নি। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমরা চাই নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে আসতে। জাতির মধ্যে আর কোনো বিভেদ নয় এখান থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে। যারা স্বাধীনতার পরে জন্ম নিয়েছে তারা আবার কীভাবে স্বাধীনতা বিরোধী হতে পারে। এ ধরনের বিভক্তি আমাদের বাদ দিতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ