Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কার্টুনিস্ট কিশোরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

আদালতের নির্দেশনা অনুযায়ী কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩ সদস্যের মেডিকেল বোর্ড। গতকাল সকাল ১১টা থেকে প্রায় ২ ঘন্টা ধরে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছিলাম। কিশোরের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার আদালতের নির্দেশনা পেয়ে নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমীকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
বোর্ডের অন্য দুই সদস্য হচ্ছেন- অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খান ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হাফিজ সর্দার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ