পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা থেকে আশা মনি (২৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশা মনি দক্ষিণ মান্ডার পেয়ার আলীর গলিতে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকত। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি থানার চামি এলাকায়।
নিহতের স্বামী মো. মামুনুর রশীদ বলেন, আমি আর আমার শ্বশুর বাসায় বসে সন্ধ্যার পর গল্প করছিলাম। তখনও তার কক্ষের দরজা বন্ধ ছিল। শ্বশুর বলল, থাক এমনিতেই খুলবে। আর না খুললে আমাকে ডাক দিও।
তিনি বলেন, আমার স্ত্রী হঠাৎ হঠাৎ রেগে যায়। তখন দরজা লাগিয়ে নিজ কক্ষে বসে থাকে। আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। এ কারণে আমরা ডাকাডাকি করিনি। পরে আমি মেয়েকে প্রাইভেট থেকে আনতে যাই। তখন শ্যালিকা ও মামাতো শ্যালিকা দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। তখন তারা কক্ষে ঢুকে ফ্যানের সঙ্গে তাকে (স্ত্রী) ঝুলতে দেখে। খবর পেয়ে আমরা সবাই দ্রæত বাসায় এসে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মামুনুর রশীদ বলেন, আমার সঙ্গে তার ঝগড়া-কথা কাটাকাটি কোনো কিছুই হয়নি। আমার এক মেয়ে ও এক ছেলে আছে, তারা এতিম হয়ে গেল।
নিহতের বাবা লোকমান জানান, আমার মেয়ে খুব জেদি ছিল। সামান্য কিছু হলেই দরজা লাগিয়ে শুয়ে থাকত। আমি ও জামাই বসে কথা বার্তা বলে যাওয়ার আগে দেখলাম দরজা লাগান। জামাইকে বললাম পরে নিজে নিজেই খুলবে। রাত তখন ৯টা বাজে। আমরা সবাই আসলাম, পুলিশও আসল। পরে গভীর রাতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। মুগদা থানার এসআই মো. নূরুল আমিন বলেন, গতকাল লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।