পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শাল্লা উপজেলার হিন্দু গ্রামে হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ।
নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের উদ্দেশে র্যাবের ডিজি বলেন, ঘটনাটি জানতে পেরে আমার এখানে আসা। যারা হামলার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত হবে। যাতে এ ধরণের ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়। এ গ্রামের পুলিশের ক্যাম্প রয়েছে। এছাড়াও সাদা পোষাকে আইন শৃঙ্খলাবাহিনী কাজ করবে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ট নেততৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অগ্রসরমান। পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাশীল দেশ হিসেবে চলমান রাখতে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা মিলে একযোগে কাজ করে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।