Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারফি ইন্টারন্যাশনালে পাওয়া যাবে আকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৫:৩৯ পিএম

ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ এবং অনলাইন কেনা বেচার প্ল্যাটফর্ম পারফি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। এ চুক্তির মাধ্যমে খুব সহজে নতুন নতুন গ্রাহকদের আকাশ সংযোগের আওতায় আনতে কাজ করবে পারফি ইন্টারন্যাশনাল।

রাজধানীর গুলশানে বেক্সিকো কমিউনিকেশন্সের হেড অফিসে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. লুৎফুর রহমান ও পারফি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হারুনুর রশিদ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেক্সিকো কমিউনিকেশন্সের হেড অব সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মুহাম্মাদ মাকসুদুল গনি, হেড অব স্ট্রাটেজিক অ্যান্ড ডিরেক্ট সেল্স মো. রেজাউর রহমান ও কি অ্যাকাউন্ট ম্যানেজার মাহফুজা জামান এবং পারফি ইন্টারন্যাশনালের রিসার্স অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার নাদিম মাহমুদ।

এ চুক্তির আওতায় পারফি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা খুব সহজে আকাশ ডিটিএইচ সংযোগ কিনতে পারবেন। একই সঙ্গে নতুন নতুন গ্রাহকদের কাছে পৌঁছে যাবে আকাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ