Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পড়ানোর আগে জন্ম-শিক্ষা সনদ যাচাইয়ে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

বিয়ে পড়ানোর আগে বর-কনের বয়স নিশ্চিত হতে জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করতে নিকাহ রেজিস্ট্রার (কাজী)দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিাচরপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
ফেনীর সোনাগাজী এলাকার দশম শ্রেণীর এক ছাত্রীকে বয়স বেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন করায় সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও কাজী সিরাজুল ইসলাম মজুমদারের বিষয়ে শুনানিতে এমন নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী বলেন, বয়স কম হওয়ার পরেও কিশোরীর বিয়ে পড়ানোয় গত ৭ মার্চ হাইকোর্টের একই বেঞ্চ কাজী সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে ওই নিকাহ রেজিস্ট্রার ভার্চুয়ালি যুক্ত হয়ে আদালতের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য ১৬ মার্চ ওই বিয়ে সংক্রান্ত সব কাগজপত্র ও রেজিস্ট্রার বইসহ হাজির হতে বলা হয়েছিল তাকে। তিনি উপস্থিত হয়ে বিয়ে পড়ানোর ঘটনায় ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে ঘটনাটি আদালতের রেজিস্ট্রারকে তদন্ত করার জন্য আদেশ দেয়া হয়। একই সঙ্গে দেশের সকল কাজীদের প্রতি সতর্ক করেন আদালত। বিয়ে পড়ানোর আগে বর-কনের বয়স যাচাই করতে বলা হয়। এজন্য জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যাতার সনদ যাচাই করে নির্দেশ দেন হাইকোর্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ