Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জে আহত ৮

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বেতন-বোনাসের দাবিতে অ্যাপারেল স্টিচ লিমিটেডের কর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় লাঠিচার্জ ও টিয়ারশেল মেরে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে শিল্পাঞ্চলের তিব্বতের সামনে এ ঘটনা ঘটে।

তবে শ্রমিকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি ছুড়েছে পুলিশ। এতে অন্তত আটজন শ্রমিক আহত হয়েছেন। আহতরা সকলেই নারী। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন- আমেনা বেগম (২৭), নাহিদা (২২), আনোয়ারা (২৫), আনজিলা (২৬), হোসনা আরা (২৭), পারভিন আক্তার (২৮), হাসিনা বেগম (৪০), অঞ্জনা আক্তার (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ দেখান। শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। তারা পুলিশের অনুরোধ সত্তে¡ও সড়ক থেকে সরছিলেন না। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। সকাল ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আহত শ্রমিক আমেনা বেগম অভিযোগ করেন, তারা তৈরি পোশাকের প্রতিষ্ঠান অ্যাপারেল স্টিচ লিমিটেডের কর্মী। বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গতকাল সকাল ১১টার দিকে তেজগাঁওয়ের তিব্বত এলাকায় বিক্ষোভ শুরু করেন। তারা মালিকপক্ষের সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ পুলিশ সদস্যরা তাদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ আমেনার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের ঢামেকে ভর্তি করা হয়েছে। তারা সবাই গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে স্টিচওয়েল ডিজাইন লিমিটেডের শ্রমিকরা মহাখালী-মগবাজার সড়কের দুইপাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ দফায় দফায় বেঠক করেও কোনো সুরাহা হয়নি। এমনকি মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধান এলেও শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ চালাতে থাকে।
ডিসি হারুন অর রশিদ বলেন, আজ থেকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী শুরু। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এদেশে আসবেন। এছাড়া দেশি-বিদেশি অনেক ডেলিগেট আসছেন। শ্রমিকদের সব দাবি নিয়ে মালিকপক্ষ কথা বলতে চেয়েছেন। তারপরও শ্রমিকরা না শোনায় পুলিশ তাদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে।
এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে মহাখালী-মগবাজার সড়ক বন্ধ হয়ে যায়। ফলে প্রচÐ যানজটের সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত পুলিশ কোনোভাবেই শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পারেনি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীল বলেন, পোশাক শ্রমিকদের বিক্ষোভের ফলে যানজট পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে। পরে লাঠিচার্জ ও টিয়ারশেল মেরে তাদের রাস্তা থেকে সরানো হয়। এরপর দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।

 

 



 

Show all comments
  • Mojibur Rahman ১৭ মার্চ, ২০২১, ৩:৩০ এএম says : 0
    No comments, the factory owner should pay workers salary regularly . this is completely owner fault not the workers
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ