Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর নতুন বই বইমেলায় আসছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘মাই ফাদার, মাই বাংলাদেশ’। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।
আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি গতকাল মঙ্গবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা গ্রন্থের নির্বাচিত ছয়টি প্রবন্ধের অনুবাদ এ গ্রন্থে স্থান পেয়েছে।

প্রবন্ধগুলো হলো: বাংলাদেশ উইন্স ফ্রিডম, মাই ফাদার শেখ মুজিবুর রহমান, মেমোরিস অব টুঙ্গীপাড়া অ্যান্ড দ্য ফিউচার অব রুরাল বাংলাদেশ, দ্য মার্ডার অব শেখ মুজিব অ্যান্ড দি অ্যাটাক অন আওয়ার ইয়াং নেশন, দ্য হাউস অন ধানমন্ডি থার্টিটু এবং এ পিলগ্রিমেজ অব দ্য নেশন। বইটি অনুবাদ করেছেন সুনন্দন রায় চৌধুরী, সম্পাদনা করেছেন ড. রাশিদ আসকারী। সব্যসাচী মিন্ত্রীর প্রচ্ছদে বইটির মূল্য ২৫০ টাকা। বইয়ের উৎসর্গপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন মাই ফাদার, শেখ মুজিবুর রহমান অ্যান্ড মাই মাদার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু)।
আগামী প্রকাশনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও ১৪টি বই প্রকাশ করেছে। সেগুলো হলো শেখ মুজিব আমার পিতা’, ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘সাদাকালো’, ‘ওরা টোকাই কেন’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তাভাবনা’, ‘বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’, ‘বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা’, ‘আমরা জনগণের কথা বলতে এসেছি’, ‘সহে না মানবতার অবমাননা’, ‘বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘লিভিং ইন টিয়ার্স’, ‘পিপল অ্যান্ড ডেমোক্রেসি’, ডেমোক্রেসি ইন ডিসট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ ও ডেমোক্রেসি পভার্টি এলিমিনেশন অ্যান্ড পিস’। সবগুলো বই অমর একুশে গ্রন্থমেলায় আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে পাওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ