পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
৬ দিনের সফরে ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পের ওলসন ফ্রিধ। গত ফেব্রæয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দেশের বাইরে এটিই মন্ত্রী পের প্রথম সফর।
ঢাকা সফরে তিনি সরকারের একাধিক পর্যায়ের নীতি নির্ধারনী ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সুইডেনের অনুদানে পরিচালিত দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার কর্মসূচি এবং উন্নয়ন কাজ দেখবেন। মন্ত্রী পের ওলসন ফ্রিধ বলেন, সুইডেনের পক্ষে প্রথম দেশের বাইরে ঢাকা সফরে এসে রোমাঞ্চিত অনুভব করছি। এই সময়টা বাংলাদেশের জন্য ঐতিহাসিক সময়। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছর ছাড়িয়েছে এবং সামনের দিনে আমরা আরও নতুন ক্ষেত্রে আমাদের সম্পর্ক শক্তিশালী করবো। তিনি বলেন, করোনা সংক্রমণের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বৈশ্বিক পরিবেশ আরও সবুজ এবং অন্তর্মুখী করা প্রয়োজন। সুইডেন এই বিষয়ে সহায়তা করতে প্রস্তুত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।