Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে প্রতারণা মাদকসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেয়ার প্রলোভনে অনলাইনে প্রতারণার দায়ে রাফসান চৌধুরী (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বৃহস্পতিবার দিনগত রাতে খিলগাঁও থানার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দু'টি মোবাইল ফোন ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার (এডিসি) এসএম রেজাউল হক জানান, গ্রেফতার রাফসান ফেসবুকে দুটি ভুয়া আইডি থেকে পাবলিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট করতেন। পোস্টে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তন ও নম্বর বাড়িয়ে দেয়ার কথা বলে প্রলোভন দিতেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অবৈধ সুযোগের কথা উল্লেখ করতেন।
এরপর আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন প্রলোভনে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এ বিষয়ে খিলগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রাফসান অনলাইনে প্রতারণার পাশাপাশি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ