পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অসুস্থতার কারণে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ’র নির্বাচন পরিচালনা বোর্ড থেকে গত বুধবার পদত্যাগ করেন প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার। তিনি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
তবে তার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই সম্মিলিত পরিষদ ও ফোরামের অনুরোধে সিদ্ধান্ত পাল্টে আবারও বিজিএমইএ’র নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে ফিরে এসেছেন। অন্যদিকে তার পদত্যাগের পর নানা গুঞ্জন তৈরি হয়। তবে তার ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন পোশাকখাত সংশ্লিষ্টরা।
সম্মিলিত পরিষদের অন্যতম মুখপাত্র ফজলে ফজলে শামীম এহসান দেশ বলেন, মাত্র তিন সপ্তাহ পরই নির্বাচন। নির্বাচন বোর্ডের দায়িত্বে ওনার (প্রফেসর ফারহাত আনোয়ার) ফিরে আসাকে স্বাগত জানাই। তার নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা বোর্ডের পক্ষে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী চ‚ড়ান্ত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।
ওই দিন রাজধানীর রেডিসন হোটেলে ও চট্টগ্রামে বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।