Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ প্রেসিডেন্ট করোনাভাইরাসের টিকা নিচ্ছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্ট মো. আবদুল হামিদও করোনাভাইরাসের টিকা নিতে যাচ্ছেন আজ বুধবার। গতকাল মঙ্গলবার প্রেসিন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেবেন। কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রæয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার।
মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নিয়েছেন। সরকার সারাদেশে ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ