Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাম্পিং স্টেশনের অচল ৩ মেশিনের ১টি সচল করেছে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ঢাকা ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া কমলাপুর পাম্পিং স্টেশনের ৩টি পাম্পিং মেশিনের মধ্যে একটি মেশিন সচল করা সম্ভব হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে গতকাল বিকেলে এই পাম্পিং স্টেশনের একটি পাম্পিং মেশিন চালু করা হয়েছে।
গত মাসের ২৬ তারিখে দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা ওয়াসার কাছ থেকে অন্যান্য যান-যন্ত্রপাতির সাথে কমলাপুর ও ধোলাইখাল পাম্পিং স্টেশন দুটিও বুঝে নেয় ডিএসসিসি। তখন থেকে এই অচল পাম্পিং স্টেশনগুলো সচল করতে কাজ করে আসছিল ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। তারই ধারাবাহিকতায় গতকাল কমলাপুর পাম্পিং স্টেশনের ৩টি পাম্পি মেশিনের মধ্য থেকে একটি পাম্প মেশিন সচল করা হলো। ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন এই পাম্প মেশিনটি প্রতি সেকেন্ডে ৫০০০ লিটার পানি সেচতে পারে। এখনো অচল থাকা বাকী পাম্প মেশিন দু’টোর প্রতিটির ক্ষমতাও ৫ কিউমেক করে।
এছাড়া হস্তান্তরিত ধোলাইখালের অচল পাম্পিং স্টেশনের তিনটি পাম্প মেশিনই সচল করতে কাজ করছে ডিএসসিসি। ধোলাইখাল পাম্পিং স্টেশনেও ৩টি পাম্প মেশিন রয়েছে। এই পাম্প মেশিনগুলোর প্রতিটির ক্ষমতা ৭.৪ কিউমেক অর্থাৎ প্রতিটি মেশিন আলাদা আলাদাভাবে প্রতি সেকেন্ডে ৭.৪ হাজার লিটার পানি সেচতে পারে।
এছাড়াও গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়া দক্ষিণ সিটির জিরানী, শ্যামপুর ও মান্ডা খাল এবং সেগুনবাগিচা ও পান্থপথ বক্স কালভার্ট হতে গত বায়ান্ন দিনে ১ লক্ষ ৬ হাজার টন পলি মাটি ও ২৬ হাজার ৯২০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সার্বিক বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেন, ওয়াসার কাছ থেকে খাল ও বক্স কালভার্ট বুঝে পাওয়ার পর থেকে মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
নগরবাসীকে জলাবদ্ধতা হতে মুক্তি দিতে পুরোদমে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। কমলাপুর পাম্পিং স্টেশনের তিনটি পাম্প মেশিনের মধ্যকার একটি মেশিন সচল করতে পারা অবশ্যই এই কার্যক্রমের ইতিবাচক দিক।
উল্লেখ্য যে, গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার কাছ থেকে এক সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকা ওয়াসার কাছ হতে ডিএসসিসি ১১টি খাল ও ৩টি বক্স কালভার্ট বুঝে নেয়। এস এ সময় ওয়াসার কাছ থেকে প্রয়োজনীয় যান-যন্ত্রপাতি ও কিছু অবকাঠামো বুঝে নিলেও পাম্পিং স্টেশন ২টি অচল ছিল। একই সাথে এ সময় বুঝে পাওয়া ২৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন ৫টি মিনি পাম্প মেশিনও অচল রয়েছে।
ওয়াসার কাছ থেকে খাল ও বক্স কালভার্ট বুঝে নেওয়ার পর নগরবাসীকে জলাবদ্ধতা হতে মুক্তি দিতে ডিএসসিসি এ বছরের ২ জানুয়ারি থেকে তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ ও চ্যানেল পরিষ্কারকরণ কার্যক্রম শুরু করে। আগামী বর্ষা মৌসুমের আগে ঢাকাবাসীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে ডিএসসিসি পুরোদমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



 

Show all comments
  • Md. Ibrahim ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১০ পিএম says : 0
    মালিকের কাজ কর্মচারী তথা সেবক দিয়ে হয় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ