পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে উপজেলায় আরও চারটি ইটভাটা বন্ধ করে ৭টি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করেছিল প্রশাসন।
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে দীর্ঘদিন ধরে ভাটা পরিচালনা করার অপরাধে গত মঙ্গলবারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে অভিযানে সাতকানিয়ার রহমতের বেগ টেক এলাকার মির্জা আসলামের থ্রি এস বি ইটভাটা, নাপিতের চর এলাকায় মো. ইব্রাহিমের ফাইভ বি এম ইটভাটা ও নুরুল আলমের ফোর বি এম ইটভাটার কাঁচা ইট নষ্ট করে ও চুল্লি গুঁড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার পরিদর্শক নুর হাসান সজিব। তাদেরকে সহযোগিতা করেন র্যাব ৭, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের একটি দল।
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, স¤প্রতি হাই কোর্ট চট্টগ্রামের অবৈধ ইটাভাটা উচ্ছেদের আদেশ দিয়েছেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ও সরকারি আইন অমান্য করে ইট প্রস্তুতের দায়ে সাতকানিয়ার তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।