পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
লক্ষীপুরের কমলনগরে গত তিন দিন ধরে মোহাম্মদ আসিফ নামে এক কওমী মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত সোমবার সকালে মাদরাসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ আসিফ লক্ষীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাজি আব্দুল গণি মিয়ার বাড়ির আব্দুল হাদীর ছেলে।
সে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার সংলগ্ন কালিকাপুর এমদাদুল উলুম মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। এবিষয়ে গত ৯ ফেব্রুয়ারি কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন আসিফের পিতা আব্দুল হাদী। জানা যায়, গত সোমবার সকাল ৮ টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আসিফ। পরদিন মঙ্গলবার আসিফের পিতা আব্দুল হাদীকে জানানো হয় আসিফ মাদরাসায় পৌঁছায়নি। এমন খবরে ভেঙে পড়েন আসিফের পরিবার। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে রাতে কমলনগর থানায় সাধারন ডায়রি করেন। কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দীন বলেন, নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধানে কাজ করছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।