পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক চালু করল ‘৩৬০ ডিগ্রি ব্যাংকিং সেবা’, এটিকে ওয়ান স্টপ সার্ভিস নামেও সম্বোধন করছে ব্যাংকটি। এবি ব্যাংকের সব শাখা থেকে সেবাটি পাওয়া যাচ্ছে। হিসাব চালু, টাকা উত্তোলন, থেকে শুরু করে গ্রাহকরা ব্যাংকের এক ডজনেরও বেশি সেবা একই ডেস্ক থেকে পাবেন। আজ বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সেবাটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার রি-ব্র্যান্ডিং করা হয়। এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ইসলামী ব্যাংকিং, ইন্স্যুরেন্স সেবা, সরকারি পেমেন্ট, অনলাইন মার্কেট প্লেস, লজিস্টিক সার্ভিসসহ ব্যাংকের সব সেবাই এজেন্টরা দিতে পারবেন বলেও জানানো হয়।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হচ্ছে, এর ফলে এজেন্টরা লাভবান হওয়ার পাশাপাশি ফিন্যান্সিয়াল ইনক্লুশনেও ভুমিকা রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।