Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ডিজিটালি বিতরণ

সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আগামী ১৫ ফেব্রæয়ারি ইলেক্ট্রনিক জি-টু-পি সরকার থেকে ব্যক্তি পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো চিঠি পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকদের পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) ভিত্তিতে জানুয়ারি মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ইলেক্ট্রনিক জি-টু-পি পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি সংশ্লিষ্ট ভাতাভোগীর ব্যাংক হিসাবে ক্রেডিট করা হবে, যা প্রধানমন্ত্রী আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উদ্বোধন করতে সম্মতি জানিয়েছেন।
ডিসি ও ইউএনওদের এমআইএসের ওয়েবলিংকের নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গতকাল মঙ্গলবারের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা জানুয়ারি মাসের পে-রোল মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ