Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীর কাসেমের রিভিউ খারিজ, ফাঁসি বহাল

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:১২ পিএম, ৩০ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার : মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার মৃত্যুদণ্ডের রায়ই বহাল রইলো। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ আজ এ রায় ঘোষণা করে। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

এটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, মীর কাসেম আলী যদি প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা না চান তাহলে সরকার যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। আর প্রাণ ভিক্ষা চাইলে ওই আবেদন নিষ্পত্তি শেষে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কখন মৃত্যুদণ্ড কার্যকর হবে সেটি একান্তই সরকারের এখতিয়ার।

মীর কাসেমের রিভিউ আবেদনের ওপর রোববার শুনানি শেষ হয়। এরপর আজ রায় ঘোষিত হলো। এ রায়ের মাধ্যমে জামায়াতের মূল নেতাদের প্রায় সবার মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ