Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৭ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গোপালগঞ্জের কোটালিপাড়ায় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের আদেশ ১৭ ফেব্রুয়ারি। গতকাল সোমবার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষে এ তারিখ ধার্য করেন আদালত। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো.বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ আপিল শুনানি হয়।
মামলার নথি থেকে জানা যায়,২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে আসে। এ ঘটনায় তৎকালীণ কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন মামলা করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২’ এর বিচারক মমতাজ বেগম ১০ আসামির মৃত্যুদন্ড দেন। একই সঙ্গে চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। এ মামলার রায় সম্বলিত নথি সহ সব একই ছরের ২৪ আগস্ট হাইকোর্টে আসে। রায় অনুযায়ী, ওয়াসিম আকতার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমরকে মৃত্যুদন্ড দেয়া হয়। এছাড়া মেহেদি হাসান ওরফে আবদুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। আনিসুল ওরফে আনিস, মো. মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান এবং সরোয়ার হোসেন মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেয়া হয়।
হাইকোর্টে সরকারপক্ষে শুনানি করেন এমএম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিদের পক্ষে শুনানি করেন এসএম শাহজাহান এবং রাষ্ট্র নিযুক্ত ‘ স্টেট ডিফেন্স অমূল্য কুমার সরকার। পলাতক আসামীর পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন আমূল্য কুমার সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ