Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে করোনাভাইরাস : মৃত্যু, শনাক্ত, সুস্থতা নিম্নমুখী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৩ এএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তদের মধ্যে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০৯ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে পৌঁছেছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৪৩ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৬২ শতাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ২০০ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৩৩টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৪ হাজার ৮৩০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৬ লাখ ১৫ হাজার ৩৩৮টি।

নতুন যে ১৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৩ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ১২৭ জন বা ৭৫ দশমিক ৭৬ শতাংশ এবং নারী ১ হাজার ৯৬০ জন বা ২৪ দশমিক ২৪ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ২১ লাখ ৭৪ হাজারে দাঁড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৮ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ৭৩ হাজার ৯৩৮ জন। আর এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৮ লাখ ৫০ হাজার ২৮৩ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডবিøউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ২৯ হাজার ১৫৭ জন মৃত্যুবরণ করেছেন। ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৬ লাখ ৯০ হাজার। মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৭২৪ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৯০ লাখ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ১৬১ জন।

 



 

Show all comments
  • Monier Talukder ২৯ জানুয়ারি, ২০২১, ২:২০ এএম says : 0
    বাংলাদেশের প্রতি আল্লাহর রহমত আছে এটা স্বীকার করা লাগবে আপনাদের সবারই
    Total Reply(0) Reply
  • Tara Pada Majhee ২৯ জানুয়ারি, ২০২১, ২:২৫ এএম says : 0
    চমৎকার। দেশ করোনা মুক্ত হোক।
    Total Reply(0) Reply
  • Faysal Niloy ২৯ জানুয়ারি, ২০২১, ২:২৮ এএম says : 0
    খুবই আনন্দের বিষয়, প্রবাসে বসে যখন শুনি, ভিনদেশিদের মুখে শুনি আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রশংসা আনন্দে বুকটা ভরে যায়
    Total Reply(0) Reply
  • MD Anarul Islam Rana ২৯ জানুয়ারি, ২০২১, ২:২৯ এএম says : 0
    জয় বাংলা জয় বঙ্গবন্ধ বাংলাদেশ চিরজীবী হোক
    Total Reply(0) Reply
  • তানিয়া ২৯ জানুয়ারি, ২০২১, ২:২৯ এএম says : 0
    আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ