Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টিকার জন্য ঢাকা দক্ষিণ সিটি প্রস্তুত’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

করোনা টিকার কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি হাসপাতাল ও তিনটি মাতৃসদন প্রস্তুত আছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল বুধবার সকালে নিয়মিত খাল পরিদর্শনের অংশ হিসেবে ধোলাইখালের মিল ব্যারাক পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব বলেন তিনি।
মেয়র বলেন, সরকার পক্ষ থেকে যে ভাবে তালিকা তৈরি করা হয়েছে তাতে পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। এ বিষয়ে ভয় বা বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানান তিনি।
মশা নিধনে ডিএসসিসি নতুন পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানান দক্ষিণের মেয়র। ধোলাইখালের পর মেয়র তাপস আলমগঞ্জ হয়ে যাত্রাবাড়ির ৫০ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ