Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব নিয়েই ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা তুলে দিয়ে প্রশংসিত বাইডেন

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৭:৩২ পিএম

দায়িত্ব নিয়েই কিছু মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংশায় ভাসছেন যুক্তরাষ্ট্রের নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শেষ অবধি এভাবেই তার ভূমিকা আশা করেছেন নেটিজেনরা।

বাইডেন বুধবার ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেন। এর মধ্যে অন্যতম হলো- কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল।

ট্রাম্পের দেয়া এই নিষেধাজ্ঞা মূলত মুসলিম নিষেধাজ্ঞা নামেই পরিচিত ছিল। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।

ফেসবুকে এস এম আব্দুল্লাহ হিল কাফি লিখেছেন, ‘‘আমেরিকার কিচ্ছুতেই খুশি হয়ে লাভ নেই। কারন ওরা নিজের দেশকে প্রচুর ভালোবাসে। দেশের ক্ষমতা টিকিয়ে রাখতে ওরা অনেক নাটকই করতে পারে। তবে এটা যদি আগামী ৪ বছরের জন্য বলবত থাকে তবে অভিনন্দন রইলো।’’

হামিদ কাওছার লিখেছেন, ‘‘ট্রাম্প চার বছরে যা অর্জন করেছে বাইডেন একদিনেই তা শেষ করে দিয়েছে।তবে বাইডেন নিজের কথা রেখেছেন। তিনি বলেছিলেন প্রথম কাজই হবে, এসমস্ত বিল প্রত্যাহার করা।পরামর্শ থাকবে, মধ্যপ্রাচ্যের দিকে এতো দৃষ্টি না দিয়ে নিজ দেশ নিয়েই ভালো থাকুন।’’

আমানুল্লাহ আমান লিখেছেন, ‘‘অনেক অনেক শুভকামনা বাইডেন। ১ম দেনের মত, শেষ দিন আপনার জীবনের শেষ দিন পর্যন্ত এমনই থাকবেন আশা করছি।’’

মোহাম্মাদ জশিম উদ্দীন লিখেছেন, আমরা আশাকরি জো বাইডেন একটা শান্তিপূর্ণ পৃথিবী উপহার দিবেন।’’

আবু জাফর খান লিখেছেন, ‘‘আশা করি আপনার দায়িত্বের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমানদের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নিবেন না।’’

নজরুল ইসলাম লিখেছেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে জেরুজালেম ইজরায়েলের রাজধানী ঘোষণা করা এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস প্রতিস্থাপন করা এটাতো থেকেই গেল, এর থেকে বাইডেন বেরিয়ে আসলো না।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ