Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক আসনে ১০ শিক্ষার্থী

স্কুলে লটারি সোমবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

সারাদেশে সরকারি স্কুলে আসন ফাঁকা রয়েছে ৮০ হাজার। এই আসনের বিপরীতে ভর্তির জন্য ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে। হিসেব অনুযায়ী প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১০টিরও বেশি। আগামী ১১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা যায়, দ্বিতীয় দফায় আবেদনের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। এ সময় পর্যন্ত আবেদন করেছে ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি। হাইকোর্টের নির্দেশে ফের আবেদন নেওয়ার পর নতুন করে আবেদন পড়েছে ৭৯ হাজার ২৬টি। পূর্বঘোষিত সময় অনুযায়ী ১১ জানুয়ারি লটারি অনুষ্ঠিত হবে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি পরীক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ