Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদোন্নতি পেলেন মো. জামাল মোল্লা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৫:৫৭ পিএম | আপডেট : ১২:০৩ এএম, ৬ জানুয়ারি, ২০২১

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লা নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ৩১ ডিসেম্বর তাকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে বহাল রাখা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. জামাল মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্মাতক ও স্মাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীতে আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। মো. জামাল মোল্লা ব্যাংক পরিদর্শন বিভাগ, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এন্ড পেমেন্ট সিস্টেমস্, মতিঝিল অফিস, বগুড়া অফিস এবং বাংলাদেশ ব্যংক ট্রেনিং একাডেমিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দাফতরিক ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও সউদী আরব ভ্রমণ করেন। তিনি বরিশাল জেলার সদর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ