Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনার প্রযুক্তি সম্প্রসারণে লাল তীরের সঙ্গে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ৭:৪৪ পিএম

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পকালীন উন্নত ও উচ্চফলনশীল ধান, গম, সরিষা, মুগ, বাদাম, ছোলা, মসুর, পেঁয়াজ, মরিচ, হলুদসহ ১৮টি ফসলের ১১২টি জাতের বীজ উৎপাদান, সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) বিনা কনফারেন্স রুমে কর্মসূচী বাস্তবায়ন এবং কৃষক পর্যায়ে ব্যাপকভাবে আবাদ বাড়াতে বিনার সঙ্গে লাল তীরের একটি সমঝোত চুক্তি স্বাক্ষরিত হয়। বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও লাল তীরের পরিচালক তাজওয়ার আউয়াল চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিনার পরিচালক গবেষণা ড. হোসনেয়ারা বেগম, পরিচালক প্রশিক্ষণ ড. জাহাঙ্গীর আলম, পরিচালক প্রশাসন ড. আবুল কালাম আজাদ, লাল তীরের জেনারেল ম্যানেজার ড. আব্দুর রশিদ, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিনা সুলতান, ডিজিএম খালিদ আকবর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আসাদুজ্জামান, সিনিয়র ব্যবস্থাপক ড. মোজাহিদুল ইসলাম সেলিম, বিভাগীয় ব্যবস্থাপক খাইরুল আনাম এবং বিনার বিভাগীয় প্রধান ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ