Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশ বাহিনী অনেক সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১:৩৮ পিএম

বাংলাদেশ পুলিশের প্রশংসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে আমাদের নারী পুলিশের ভূয়সী প্রশংসা আমরা শুনতে পাই।’

আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর সারদায় ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পুলিশ বাহিনীর কল্যাণে সরকারের উদ্যোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘পুলিশের সার্বিক উন্নয়নে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। পুলিশ বাহিনী অনেক সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানাবিধ অপরাধ সংঘটিত হয়, সেগুলো দমন করা এবং পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। নতুন নতুন ইউনিট আমরা গড়ে তুলি।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পুলিশের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ, শিল্প পুলিশসহ বিভিন্ন পুলিশ আমরা গড়ে তুলি। কারণ বিভিন্ন কাজের ক্ষেত্রটা ভিন্ন, সেজন্য ট্রেনিংটাও সেভাবে দেওয়া দরকার। সেদিকটায় লক্ষ্য রেখে পদক্ষেপ নিয়েছি।’



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ৩ জানুয়ারি, ২০২১, ২:৩৯ পিএম says : 0
    পুলিশের সুনাম তার অর্থ হলো সামনে নির্বাচন আসতেছে হয় তে বেতনও দিগুন করবে জনগণ কে লাঠি দিয়ে পিঠানে যাবে ।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৩ জানুয়ারি, ২০২১, ২:৫৩ পিএম says : 0
    মাননীয় প্রধান মন্ত্রী আপনাকে গভীর শ্রদ্ধা ও সালাম। বাংলাদেশের ইতিহাসে পুলিশের শৃংখলার জন্যে পুলিশ কে মানুষের সেবা প্রদানকারী প্রতিষ্টান বানানোর জন্যে। পুলিশ কে মাদক মুক্ত দুন্নীতিমুক্ত করার জন্যে বর্তমান আইজিপি মহোদয়ের কঠোরভাবে শাসন শাস্তির মাধ্যমে শৃংখলা নজির স্থাপন করেছেন। আইজিপি মহোদয়ের এই নীতিগত সংগ্রাম অব‍্যাহত থাকলে পুলিশ হবে জনগণের পকৃত বন্ধু। মহামারীতে সামনের সারিতে থেকে পুলিশের আক্রান্ত নিহতদের ত‍্যাগের ইতিহাস বাংলাদেশের মানুষের হ্নদয়ে শ্রদ্ধাভরে আজীবন স্বরন করে যাবেন। পৃথিবীর প্রত‍্যেকটি দেশের শান্তি শৃংখলা সামাজিক নিরাপত্তা সবেই প্রথমটা পুলিশের উপরে। পুলিশের পক্ষে স্বাধীন ভাবে কাজ করতে পারলেই পকৃত আইন শৃংখলা মানুষের জীবন মান উন্নয়ন অগ্রগতি হবে। পুলিশের চাকরির সময় অবশ্যই শৃংখলা পিরিয়ে দিতে হবে। রাতদিন পরিশ্রমের মাধ্যমে মন মেজাজ চিন্তা চেতনা ঠিক থাকেনা। আপনি বিশ্ব মানবতার মা বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন আপনার বিশালাকার ব‍্যাক্তিত্ব দক্ষ সাহসিকতার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিশ্ব মিডিয়ার মাধ্যমে বিশ্বের অর্থনীতিবিদরা বাংলাদেশেরঅপার সম্ভাবনা উন্নয়ন অগ্রগতির প্রশংসনীয় শিরোনাম হচ্ছে। আপনার হাতেই অত‍্যাধনিক শৃংখলা পরায়ন মানবিক পুলিশের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন দিগন্তের সুচনা হচ্ছে প্রতিনিয়ত। ভবিষ্যতের বাংলাদেশ আপনার হাতে নিরাপদ হবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Nadim ahmed ৩ জানুয়ারি, ২০২১, ৩:২১ পিএম says : 0
    পুলিশের সাহসিকতা পরিমাপের মাপকাঠি বা যন্ত্রের নামটা কি মাননীয় প্রধানমনত্রী জানালে ধন্য হতাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ