Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়রায় নতুন প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৮:২৫ পিএম

বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা)এর প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূর মো. মাহবুবুল হককে সংগঠনের প্রশাসক নিয়োগ করেছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-এর পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক আদেশে নূর মো. মাহবুবুল হককে বায়রায় প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম ও আসন্ন নির্বাচন পরিচালনা করবেন।
উল্লেখ্য, বায়রার সভাপতির আবেদনের পরিপ্রেক্ষিতে বায়রার কমিটির মেয়াদ ২০২১ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। কিন্ত গত ২৩ নভেম্বর হাইকোর্ট এক রায়ে বায়রার কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধির মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ