Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতা জনতার হাতে ফিরেছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

একনেক সভায় প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

ক্ষমতা জনতার হাতে ফিরেছে বলেই দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে এবং এর সুফল দেশের সাধারণ মানুষ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক ধারার সরকার ক্ষমতায় ছিল বলেই স্বাধীন দেশ হওয়ার পরও উন্নয়ন হয়নি। স্বাধীন দেশ হয়েও বহির্বিশ্বের কাছে হাত পাতা, খুবই লজ্জাজনক অধ্যায় ছিল।

তিনি বলেন, আগামী বছর থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, ২০২১-৪১ প্রেক্ষিত পরিকল্পনার অংশ হিসেবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশেকে ধাপে ধাপে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা এবং বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নত করতে আরও বেশ কয়েকটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের কাজ ২০২১ সাল থেকেই শুরু হবে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যে সমস্ত বিষয় বাংলাদেশের জন্য প্রযোজ্য, সেগুলো বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের নেয়া দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সরকারের অনুসরণে ৯৬ সালে ক্ষমতায় এসে দেশকে দ্রুত এগিয়ে নেয়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার আবারও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। তবে ’৭৫ পরবর্তী সময়ে দেশে গণতন্ত্র ছিল না, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল এবং মিলিটারি ডিক্টেটররা একের পর একক্ষমতায় এসেছিল, সে কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়নি।

তিনি বলেন, ১৯৯৭-২০০২ মেয়াদী এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার ফলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায় এবং দেশের মানুষ এর সুফল পেতে শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনতার গণতান্ত্রিক অধিকার এবং ক্ষমতা জনগণের হাতে দিতে পারায় দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা সম্ভব হয় বলে জানান তিনি।



 

Show all comments
  • বয়ড়া খাল পাড় ৩০ ডিসেম্বর, ২০২০, ১:১৫ এএম says : 0
    গণতন্ত্র আবার কি জিনিষ! এ জিনিষ বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ৩০ ডিসেম্বর, ২০২০, ১:১৫ এএম says : 0
    জনতার হাতে ক্ষমতা আছে সেই কথাটি আমি মনে করি ।তাহা সত্য নয়। যে খানে জনগণের কথা বলার অধিকার নেই সেখানে আবার কি ক্ষমতা থাকতে পারে।কথাটা হাস্যকর। আর কালভার্ট নির্মাণ বিরিজ নির্মান করিলেই কি উনন্যায়ন হয়ে গেছে। এই গুলি জনতাকে সান্তনা দেওয়া ছাড়া আর কিছুই নয়।
    Total Reply(0) Reply
  • Zafor Ahamed ৩০ ডিসেম্বর, ২০২০, ২:৩০ এএম says : 1
    ইতিহাস সাক্ষী ক্ষমতা জনতার হাতে বলেই পদ্মা সেতু হয়েছে।
    Total Reply(0) Reply
  • তাসফিয়া আসিফা ৩০ ডিসেম্বর, ২০২০, ২:৩১ এএম says : 1
    ধণ্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply
  • গাজী ওসমান ৩০ ডিসেম্বর, ২০২০, ২:৩২ এএম says : 1
    আপনি আপনার কাজ চালিয়ে যান, ভালো কাজই আসল বিষয়।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ৩০ ডিসেম্বর, ২০২০, ২:৩৩ এএম says : 3
    আপনার সাথে একমত।
    Total Reply(0) Reply
  • শামছুল হক হাওলাদার ৩০ ডিসেম্বর, ২০২০, ১১:০৫ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি বলতে চাচ্ছেন,যে ক্ষমতা জনগণের হাতে। ঠিকই বলেছেন, কিন্তু ক্ষমতা ঐ জনগণের হাতে যারা আওয়ামীলীগ করে এবং আওয়ামীলীগকে সমর্থন করে। একটা উদাহরণ,নোয়াখালীতে এক মাকে বিবস্ত্র করে লাঞ্ছিত করতে পেরেছে, একমাত্র জনগণের হাতে ক্ষমতা পৌঁছেছে বলেই, আওয়ামীলীগের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে করে দেওয়া হচ্ছে হাওয়া। দেশের উন্নয়ন করে কি হবে যদি না থাকে স্বাধীনতা, যদি না থাকতে পারে শান্তিতে। ২... হুজুরদেরকে আপনি স্বীকৃতি দিয়েছেন কিন্তু কয়জন হুজুরকে সরকারি চাকরি দিয়েছেন? যখন স্বীকৃতি দিয়েছেন তখন ছিল মোল্লারা ভালো,আর এখন হক কথা বলায় মোল্লারা হয়ে গেল মৌলবাদী কেউ বলছে ঘাড় মটকে দিবে,কেউ বলছে বঙ্গপসাগরে ভাসিয়ে দিবে, কেউ বলছে রাজাকার, কোরআন হাদিসের কথা বললে রাজাকার এ কেমন কথা?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ