Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জানুয়ারিতে জলবায়ু সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিশ্ব নেতাদের সঙ্গে জলবায়ু ভার্চুয়াল সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ুজনিত সমস্যা মোকাবিলা এবং সমাধানের উদ্দেশ্যে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। সম্মেলনে জার্মানির রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মেরকেল, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অন্তত ১৫টি দেশের সরকার প্রধানরা অংশ নেবেন। প্রাচ্যের দেশ নেদারল্যান্ডস বৈশ্বিক এই সম্মেলনের আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিবৃষ্টি ও খরাসহ জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ সাধারণ মানুষ কিভাবে মোকাবিলা করবে এবং এর সমাধান কিভাবে করা যায়, এসব বিষয় নিয়েই আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী ‘ক্লাইমেট অ্যাডাপটেশন সামিট-২০২১ শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সম্মেলনের আয়োজক দেশ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট এবং অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কোরা ভ্যান নিওহেজিনের সঙ্গে বিশ্ব নেতারা সম্মেলনে আলোচনায় অংশ নেবেন। বিশ্বব্যাপী শহরগুলোতে কীভাবে পরিবর্তিত জলবায়ু সমস্যা খাপ খাওয়ানো যায়, কৃষি উৎপাদন কীভাবে ঠিক রাখা যায় এবং উপক‚লীয় নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, সম্মেলনে বিশ্ব নেতারা এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অর্থ বিনিয়োগও নিয়েও সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। নেদারল্যান্ডসের অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কোরা ভ্যান নিওহেজিন বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করতে পেরে নেদারল্যান্ডস আনন্দিত। এখনই সময় উপক‚লীয় নিরাপত্তা নিশ্চিত এবং আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখতে উপযুক্ত উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা। জলবায়ু সমস্যা সমাধানে এবং উপক‚লীয় নিরাপত্তা নিশ্চিতে আমরা বিশ্ব নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ