পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, প্রবল বাধাবিপত্তির পরও মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এটা ইসলামবিরোধী শক্তিগুলো কিছুতেই মেনে নিতে না পেরে ইসলাম মুসলমানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে। ইসলামের বিবিধ-বিধানকে কোনভাবেই মেনে নিতে না পেরে ওলামাদের বিরুদ্ধাচরণ করছে। ভাস্কর্যসহ অন্যান্য ইস্যুতে ওলামায়ে কেরামের যৌক্তিক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার নানা অপচেষ্টা চলছে। এমতাবস্থায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে দেশপ্রেমিক জনতাকে সীসাঢালা প্রাচীরের ন্যায় মজবুত থেকে সামনে এগিয়ে যেতে হবে।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, কোন কোন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম কখনো ভাল হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।