Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১৯ প্রতিষ্ঠান পাচ্ছে প্রেসিডেন্ট শিল্প উন্নয়ন পুরস্কার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ৫:৪৯ পিএম

দেশের ১৯টি সেরা শিল্প প্রতিষ্ঠানকে ‘প্রেসিডেন্ট শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’-এর জন্য মনোনীত করেছে শিল্প মন্ত্রণালয়। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারে মনোনীত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম।

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি বছর প্রেসিডেন্ট শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ