Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ভূমিকম্পে কেঁপেছে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশ

৬.৮ মাত্রায় উৎপত্তিস্থল মিয়ানমার

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:৪৭ পিএম, ২৪ আগস্ট, ২০১৬

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো : কর্মব্যস্ত বিকেলে জনজীবনে চাঞ্চল্য ও আতঙ্ক জাগিয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশ। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৮, অর্থাৎ প্রবল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল এবারও মিয়ানমারে। বাংলাদেশের অভ্যন্তরে প্রথমে মৃদু ও পরে মাঝারি ধরনের ভূকম্পন দুই দফায় স্থানভেদে ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। আজ বুধবার বিকেল ৪টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও জনজীবনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেকে দোয়া-দরূদ পাঠ করেন। মানুষজনকে খোলা মাঠে ও রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে এই ভূমিকম্পের দুলুনি ও তীব্রতা ছিল বেশি। ঢাকা, বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, ফেনী, যশোরসহ দেশের প্রায় সর্বত্র ভূমিকম্পের খবর পাওয়া গেছে। মার্কিন ভূতত্ত্ব সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মধ্য মায়ানমারের ছাউকে। এর মাত্রা ৬.৭। যা ঢাকার আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৫২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এদিকে বাংলাদেশ, মিয়ানমার ছাড়াও ভারতের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রসঙ্গত গতকাল সকালে রিখটার স্কেলে ৫ (মাঝারি) মাত্রার ভূমিকম্প হয়। বিশেষজ্ঞরা এ ধরনের ঘন ঘন মৃদু, হালকা কিংবা মাঝারি ধরনের ভূকম্পনকে অদূর ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের অশনি সংকেত বলে সতর্ক করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ