Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় নিহত ৫৫ শতাংশ

করোনায় নিহতের ৭৬ শতাংশই পুরুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন সাত হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন চার হাজার ৪৪ জন। যা শতকরা হিসাবে ৫৪ দশমিক ৬৬ শতাংশ। গতকাল শুক্রবার করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যাধিক্যের তালিকায় ঢাকা বিভাগের পরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মোট মারা গেছেন এক হাজার ৩৭৯ জন। শতকরা হিসাবে ১৮ দশমিক ৬৪ শতাংশ। খুলনা বিভাগে মোট মৃতের সংখ্যা ৫২২ জন। শতকরা ৭ দশমিক শূন্য ৬ শতাংশ। রাজশাহী বিভাগে মোট মৃত্যু ৪৩১ জন, পাঁচ দশমিক ৮৩ শতাংশ। রংপুর বিভাগে মোট মৃত্যু ৩৩৩ জন। শতকরা হিসাবে ৪ দশমিক ৫০ শতাংশ। সিলেট বিভাগে মারা গেছেন ২৯০ জন। ৩ দশমিক ৯২ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ২৩৬ জন। ৩ দশমিক ১৯ শতাংশ। ময়মনসিংহ বিভাগে মোট মারা গেছে ১৬৩ জন। যা শতকরা হিসাবে ২ দশমিক ২০ শতাংশ।
করোনায় নিহত সাত হাজার ৩৯৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন চার হাজার ২২ জন, যা কিনা শতকরা হিসাবে ৫৪ দশমিক ৩৭ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে এক হাজার ৮৮২ জন। ২৫ দশমিক ৪৪ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন ৮৭২ জন। ১১ দশমিক ৭৯ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৭২ জন। ৫ দশমিক শূন্য ৩ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৫৯ জন। ২ দশমিক ১৫ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৫৭ জন। শূন্য দশমিক ৭৭ শতাংশ। ১০ বছরের নীচে বয়সের ৩৪ জন। শতকরা হিসাবে শূন্য ৪৬ শতাংশ।

গতকাল শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত ৫ হাজার ৬৩৬ জন পুরুষ এবং এক হাজার ৭৬২ জন নারী মৃত্যুবরণ করেছেন। শতাংশ হিসেবে ৭৬ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ২৩ দশমিক ৮২ শতাংশ নারী মারা গেছেন।

 



 

Show all comments
  • নাম প্রকাশে অনিচ্ছুক ২৬ ডিসেম্বর, ২০২০, ১:৩৫ পিএম says : 0
    কোনটা মৃত্যু আর কোনটা নিহত এটা বুঝার মতো কি এই পত্রিকায় কেউ নেই?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ