Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধিগ্রহণ ব্যতিত টেকনাফ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থাপনা উচ্ছেদে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১১:৩৪ পিএম

ভূমি অধিগ্রহণ ছাড়া টেকনাফ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন স্থাপনা উচ্ছেদ করা যাবে না। এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাজী হামিদ হোসেনসহ ৬ ভুক্তভোগীর করা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি বিচারপতি মুজিবর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দীন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে টেকনাফ বাস স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় ভূমি অধিগ্রহণ ব্যতীত এবং বিনা নোটিশে উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান আবেদনকারীদের কৌঁসুলি এসএম জুলফিকার আলী জুনু। এর ফলে সড়ক ও জনপথ এবং টেকনাফ পৌরসভা এখন আর উচ্ছেদ কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান তিনি।
সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব,কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি), টেকনাফ পৌরসভার মেয়র, টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)- কে রুলের জবাব দিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ