পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিআর চ্যালেঞ্জ-২০১৯ এর বিজয়ী আপন ওয়েলবিং লিমিটেড-এর ১৫তম ন্যায্য মূল্যের দোকান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বড় কলমেশ্বর, বোর্ড বাজার, গাজীপুর - ১৭০৪ এ চালু হয়েছে। টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিআর চ্যালেঞ্জ ২০১৯ এর বিজয়ী হাওয়ার পর পিভিএইচ বাংলাদেশ তার অংশীদার ফ্যাক্টরিতে এই ওয়েলবিং প্রকল্প চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করে এবং এরই অংশ হিসেবে এলিট গার্মেন্টস-এ প্রথম ন্যায্য মূল্যের দোকান চালু হয়। বুধবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পিভিএইচ বাংলাদেশের কান্ট্রি হেড ও সিনিয়র ডিরেক্টর নাজিব সায়েদ, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর সিরাজ এবং আপন ওয়েলবিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ রশীদসহ প্রতিষ্ঠানের অন্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন গাজীপুর, আশুলিয়া, এবং নারায়ণগঞ্জে মোহাম্মদী গ্রুপ, ইসলাম গ্রুপ, রেনেসাঁ গ্রুপ, এসকিউ গ্রুপ, এবং এস কিউ গ্রুপ-এর মত ১৪ টিরও বেশি নামকরা ফ্যাক্টরিতে ন্যায্য মূল্যের দোকান পরিচালনা করছে। আজ এলিট এ শুরু হল। ‘শিল্পের স্থায়িত্ব এবং শ্রমিকদের কল্যাণ’ আপনের মূল লক্ষ্য যেখানে কর্মীরা প্রতিটি ক্রয়ে ১০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্রি স্বাস্থ্য বীমা এবং বাকিতে কেনাকাটার সুবিধা পান। এখন থেকে এলিট গার্মেন্টসের সকল কর্মীরাও এই সুবিধাগুলো পাবেন। এখন পর্যন্ত, আপন ৩৭ হাজারের বেশি শ্রমিককে সেবাপ্রদান করেছে যার মধ্যে ২ হাজার ৫০০ হাজারের বেশি শ্রমিকের প্রত্যেকে ১৫ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্য সেবা পেয়েছেন। ডিস্কাউন্ট, ফ্রি স্বাস্থ্য পরিষেবা ও বাকিতে কেনার সুবিধা থেকে কর্মীরা ১ লাখ ৮০ হাজার ইউএস ডলারের বেশি সঞ্চয় করেছে।
‘আপন ওয়েলবিং লিমিটেডের সাথে অংশীদার হয়ে শ্রমিকদের ওয়েলবিং নিশ্চিত করতে আমরা আমাদের ফ্যাক্টরি কম্পাউন্ডে ন্যায্য মূল্যের দোকানটি চালু করতে পেরে খুবই আনন্দিত বলেন সাজেদুর সিরাজ।’ নাজিব সায়েদ বলেন, আমরা অত্যন্ত গর্বিত, আপন দেশের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী হিসেবে টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিআর চ্যালেঞ্জ-এর বিশ্ব প্রতিযোগিতা জিতেছে, এবং দিন দিন এর ন্যায্য মূল্যের আউটলেটগুলি বৃদ্ধি করছে যার ফলে আরও কর্মীদের ওয়েলবিং-এর ব্যবস্থা হচ্ছে।
‘শিল্প কর্মীদের ওয়েলবিং নিশ্চিত করতেই আপন-এর জন্ম। ইন্ডাস্ট্রি প্লেয়ার, ফ্যাক্টরি মালিক ও এই শিল্পের সকলের সুস্বাগতম আমাদের মুগ্ধ করেছে। এখন অবধি, পুরো সেক্টরের একটিক্ষুদ্র অংশে আমরা কাজ করতে পেরেছি, গোটা সেক্টরের স্থায়িত্ব লক্ষ্যমাত্রা পূরণে অংশীদার হতে এখনো অনেক কাজ করতে হবে বলেন সাইফ রশীদ বলেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।