Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি বাসায় না থাকলে বাড়িভাড়া বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেকে ৩৩০৮ কোটি টাকা ব্যয়ে ৫ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বরাদ্দ পাওয়ারা সরকারি বাসায় না থাকলে বাড়ীভারা ভাতা না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব কর্মকর্তার নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদের ওই বাসায় থাকতেই হবে। ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

গতকাল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেয়া হয় প্রকল্পটি। এতে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধনমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
আসাদুল ইসলাম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্থানে দেখা যায় সরকারি কোয়াটারে অনেক সময় কর্মকর্তা বা শিক্ষকরা থাকেন না। ফলে এসব দিনের পর দিন পরে থাকছে। না থাকার কারণ হচ্ছে, বেতন বেশি হওয়ায় বাড়ী ভাড়ার ভাতাও বেড়েছে। সরকারি কোয়াটার যে ভাড়া কাটা হয় তার চেয়ে কম দামে তারা বাইরে ভাড়া বাসায় থাকেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে এ পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।

আসাদুল ইসলাম আরও জানান, রেট সিডিউল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। না হলে হঠাৎ করে রেট সিডিডউল পরিবর্তন করে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যেতে পারে। তাই পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। রেট সিডিউল পরিবর্তনে অর্থমন্ত্রণালয়ের সম্মতি আছে কিনা। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত হলেও তাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় গুলোর জন্য মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে করে বিশ্ববিদ্যালয়গুলো খেলারমাঠ বা জমি নষ্ট করে যন্ত্রতন্ত্র বিল্ডিং করতে না পারে। প্রকল্প বাস্তবায়নের মান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন প্রধামন্ত্রী। এছাড়া প্রত্যেক উপজেলার জন্য মাস্টার প্ল্যান করতে বলেছেন তিনি। গ্রামীণ এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত একল্পটি অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যেখানে ভূ-উপরিস্থ পানি সহজেই পাওয়া যায় সেখানে ওই পানি ব্যবহার করতে হবে। আসাদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে সব জায়গায় গ্যাস মিটার স্থাপন করতে হবে। বিশেষ করে শিল্পখাতে মিটার স্থাপন করতে হবে। কারণ শিল্প কলকারখানা গুলোতে বাসাবাড়ির তুলনায় গ্যাস ব্যবহারের পরিমাণ বেশি হয়।

এদিকে একনেক সভায় গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও হাত ধোয়ার অভ্যাস তৈরিসহ ৫ প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে দুই হাজার ৪২ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনা সচিব বলেন, মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পটিতে বিশ্বব্যাংক ও এআইআইবি থেকে ১ হাজার ৮৩২ কোটি টাকার ঋণ পাওয়া যাবে। এই প্রকল্পের আওতায় দেশের ৩০টি জেলার মোট ৯৮টি উপজেলায় বসবাসকারী প্রায় সাড়ে ৪ মিলিয়ন (৪৫ লাখ) লোক তাদের বাসভবনে নিরাপদে পরিচালিত ওয়াশ সুবিধা পাবেন। আরও প্রায় ১ মিলিয়ন (১০ লাখ) লোক বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসহ জনসমাগমপূর্ণস্থানে নিরাপদে পরিচালিত স্যানিটেশন সুবিধাগুলি পাবেন। এছাড়া প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন (২৫ লাখ) লোক কাউন্টার পার্টের (পিকেএসএফ) তহবিলের মাধ্যমে নিরাপদে পরিচালিত ওয়াশ সুবিধাগুলি পাবেন।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পটি প্রথম সংশোধনের মাধ্যমে ২৫৯ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। সংশোধনীর মধ্য দিয়ে প্রকল্পটির মোট ব্যয় হচ্ছে ৫৯৯ কোটি টাকা। নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৯৫ কোটি টাকা। খুলনা জেলার পয়:নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পটি প্রথম সংশোধনীর মাধ্যমে ১১৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৯৬ কোটি টকা। প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এবার প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ২৫৫ কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ৭৫৪ কোটি টাকা। এটি বাস্তবায়নে জাইকা ঋণ দিচ্ছে ৬৫১ কোটি টাকা।#



 

Show all comments
  • ডালিম ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০২ এএম says : 0
    সঠিক সিদ্ধান্ত
    Total Reply(0) Reply
  • জসিম ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৩ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • বান্নাহ ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৩ এএম says : 0
    দেশের যেখানে ভূ-উপরিস্থ পানি সহজেই পাওয়া যায় সেখানে ওই পানি ব্যবহার করতে হবে।
    Total Reply(0) Reply
  • Robel Parvez ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৪ এএম says : 0
    ওরা সরকারি বাসা ভাড়া দিয়ে। দুনীতির টাকায় কেনা ভিআইপি ফ্লাট থাকে পরিবার পরিজন নিয়ে।
    Total Reply(0) Reply
  • Shak Majnu ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৫ এএম says : 0
    ঠিক কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী
    Total Reply(0) Reply
  • Jabed Tapu ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৫ এএম says : 0
    Good Decesion
    Total Reply(0) Reply
  • MD Zakaria Zaki ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:০৫ এএম says : 0
    যথাযথ সিদ্ধান্ত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ