Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিকে হালদারের সুন্দরী বান্ধবীরা কোথায়?

অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

প্রশান্ত কুমার হালদার। সংক্ষেপে পি. কে. হালদার। এ নামেই তিনি সর্বাধিক পরিচিত। দেশের অন্তত ৩ হাজার ৬শ’ কোটি টাকা হাতিয়ে এখন দেশান্তরী। তার রয়েছে ৭০ থেকে ৮০ জন সুন্দরী বান্ধবী। দেশ-বিদেশে তাদের অ্যাকাউন্টেই রেখেছেন শত শত কোটি টাকা। এসব একাউন্টের মাধ্যমেই দেশ থেকে বিদেশে সরিয়েছেন অর্থ। রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন হন্যে হয়ে খুঁজছে পি.কে হালদারের বান্ধবীদের নাম-পরিচয়,ব্যক্তিগত অ্যাকাউন্ট আর অর্থ-বিত্ত। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির কৌঁসুলি খুরশীদ আলম খান। গতকাল রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি চাঞ্চল্যকর এ তথ্য জানান। তিনি বলেন, পিকে হালদারের এসব বান্ধবী ‘গার্লফ্রেন্ডদের অ্যাকাউন্টেই রয়েছে কোটি কোটি টাকা। এরই মধ্যে সংস্থাটি কোনো কোনো বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক অর্থ লেনদেনের তথ্য-প্রমাণ পেয়েছে। তদন্ত কর্মকর্তা এসব নিয়ে কাজ করছেন। মামলার পরবর্তী তারিখে তিনি হাইকোর্টে এসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে। দুদকের তদন্তে প্রমাণিত হলে পি কে হালদারের বান্ধবীদেরও মামলার আসামি করা হবে।

কে কে রয়েছেন পিকে হালদারের বান্ধবীর তালিকায়-জানতে চাইলে দুদক কৌঁসুলি বলেন,বিষয়টির ওপর অনুসন্ধান চলছে। তাই এখন নাম-ধাম প্রকাশ করা হলে সংশ্লিষ্টরা সতর্ক হয়ে যাবে। তথ্য লুকানোর চেষ্টা করতে পারে। তিনি বলেন, পিকে হালদারকে পাকড়াও করতে এরইমধ্যে গ্রেফতারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। এর আগে পিকে হালদার দেশে ফেরার ঘোষণা দিয়েও ফেরেন নি। এমনকি তিনি তার অবস্থান নিয়েও ধূম্রজাল সৃষ্টি করেছেন। তিনি সিঙ্গাপুর আছেন, থাইল্যান্ড আছেন নাকি ইউরোপ-আমেরিকায় রয়েছেন-এটিও তার আইনজীবীরা আদালতের কাছে স্পষ্ট করছেন না। তবে কানাডার বেগম পাড়ায়ও তিনি অবস্থান করছেন বলেও প্রচার রয়েছে। তবে দুদকের কাছেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানা গেছে। এ কারণে পিকে হালদারকে পাকড়াওয়ে ইন্টারপোলের সহযোগিত চাওয়া হয়েছে।

প্রসঙ্গত: প্রশান্ত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ হাজার ৬শ’ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেফতার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২১ ডিসেম্বর, ২০২০, ২:০৬ এএম says : 0
    সমস্যা কি তাহারা এখন গার্মেনটস এ চাকরি করে।কি মিডলিসতে তাবাকএর কাজ করে রান্নার কাজ করে।
    Total Reply(0) Reply
  • Syeed Mahdi ২১ ডিসেম্বর, ২০২০, ৪:১১ এএম says : 0
    আচ্ছা যে মেয়েরা এতদিন বলতো তারা টাকা খোঁজেনা , শুধু একটা সুন্দর মন খোঁজে তারা এখন কোথায়?
    Total Reply(0) Reply
  • Raju Ahmed ২১ ডিসেম্বর, ২০২০, ৪:১১ এএম says : 0
    পিকে হালদার নামটা পরিবর্তন করে বান্ধবী হালদার রাখা উচিত
    Total Reply(0) Reply
  • Md Amirul Islam Alamin ২১ ডিসেম্বর, ২০২০, ৪:১২ এএম says : 0
    এটা যদি আন্তর্জাতিক সম্প্রদায় জানে তাহলে গিনেসরেকর্ড হবে এমন কি নোবেল পাইলেও পাইতে পারে !!!!!!!!!!!!!!!
    Total Reply(0) Reply
  • Md Mokter Hossain ২১ ডিসেম্বর, ২০২০, ৪:১৩ এএম says : 0
    তাহলে উনি তো ভাল প্রেমিক! প্রেমিকাদের সাথে প্রতারনা করেনি অন্তত!
    Total Reply(0) Reply
  • MD Biplob ২১ ডিসেম্বর, ২০২০, ৪:১৩ এএম says : 0
    সরকারি প্রতিটি সেক্টরে এমন এক একজন পিকে হালদার আছে এরা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখনই কেবল সরকারের টনক নরে এর আগে না
    Total Reply(0) Reply
  • Abu saimon ২১ ডিসেম্বর, ২০২০, ৭:৪৭ এএম says : 0
    এমন হাজারো পি কে হালদার দেশটাকে লুটেপুটে খাচ্ছে ৷
    Total Reply(0) Reply
  • Md shimul ৪ মার্চ, ২০২১, ১০:২৬ পিএম says : 0
    Pk halder Shabas tume dasher taka shob ni bades jata Parba
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিকে হালদার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ