Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ৭০ শতাংশ অভিবাসন কমেছে

বিএমইটি ও ব্রাকের জাতীয় পরামর্শক সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অভিবাসন খাতে। গত বছরের তুলনায় এ বছর অভিবাসন কমেছে প্রায় ৭০ শতাংশ।

গতকাল রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে ‘সেইফ মাইগ্রেশন অ্যান্ড সাসটেইনেবল রিএনটিগ্রেশন ইন দ্যা কনটেক্সট অব কোভিড-১৯ ক্রাইসিস’ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ লাখ ৭২ হাজার কর্মী বিদেশ গিয়েছিলেন। অথচ চলতি বছর জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিদেশ গেছেন মাত্র ২ লাখ ৭০ হাজার কর্মী। শতাংশের হিসেবে যা গেল বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ কম।

বিএমইটির পরিচালক মোহাম্মদ শামছুল আলম জানান, করোনা পরিস্থিতির আগে প্রতিদিন গড়ে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কর্মী বিদেশে যেতেন। তবে মাঝে ৬ মাস তা একেবারে বন্ধ ছিল। বর্তমানে গড়ে এক হাজার ৬শ থেকে এক হাজার ৭শ কর্মী যাচ্ছেন।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ