পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সর্বজন শ্রদ্ধেয় এই আলেমেদ্বীনের মৃত্যুতে দেশের আলেমসমাজ ও কওমি শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের জন্য জান্নাতের সর্বোচ্চ স্তর কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েকদিন ধরে রাজধানীর ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আলেমরা।
নাবিল মাহমুদ লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আহ্! ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমাদের সকলের প্রিয় মুরুব্বী আল্লামা নূর হুসাইন কাসেমী সাহেব অবশেষে চলেই গেলেন।হে রব, হযরতকে আপন রহমের কোলে লালন করুন। আমিন!’’
মু. আলমগীর হোসেন লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের এই ক্রান্তিলগ্নে আরো একজন মহা মনীষীর বিদায় এ-যেনো হৃদয়কে দুমড়ে-মুচড়ে দেয়। হঠাৎ করে এমন আচমকা সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হে আল্লাহ তুমি হযরতের কবরকে জান্নাতের বাগিচায় রূপান্তরিত করো।’’
জহিরুল ইসলাম লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, আমাদের প্রিয় মুরুব্বিদের একজন নূর হোসাইন কাসেমী সাঃ ইন্তেকাল করেছেন আমরা হযরতের রুহের মাগফিরাত কামনা করি,ইয়া আল্লাহ তুমি আমাদের হযরতকে জান্নাতের সুউচ্চ স্থান দান করেন,এবং আমাদের সবাইকে ধৈর্য ধরার তাওফিক দান করুন, আমাদের জন্য উত্তম পথপ্রদর্শক নির্ধারণ করুন। আমীন আমীন ছুমমা আমীন।’’
রাজু আহমেদ লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ্ আপনি হযরতের জীবনের সমস্ত ভূল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।’’
মোহাম্মাদ অহিদুজ্জামান লিখেছেন, ‘‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করে নাও। আমিন। একে একে চলে যাচ্ছেন বড় বড় আলেমগন। আল্লাহ তুমি আমাদের এমন শুন্যতা পূর্ন করে দাও।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।