পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রূপালী ব্যাংক লিমিটেড এবং বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের পেশাজীবি, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘পুনঃ অর্থায়ন স্কিম ২০২০’ এর আওতায় রূপালী ব্যাংক লিমিটেড আদাবর শাখার গ্রাহক প্রতিষ্ঠান বেসরকারী উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রকে ৬০ কোটি টাকা ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সমঝোতা স্মারক স¤পাদন করা হয়। রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান এবং পদক্ষেপ’র নির্বাহী পরিচালক সালেহ বিন শামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক সঞ্চিয়া বিনতে আলী, ডিজিএম মো. আবুল হাসান, মো. মনিরুজ্জামান, জেবু সুলতান, শাখা ব্যবস্থাপক মিতা রায়সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।