Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতে কমফি’র ৭টি নতুন ডিজাইনের কম্ফোর্টার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম

এবারের শীতে ক্রেতাদের জন্য নতুন সাতটি ডিজাইনের আরামদায়ক কম্ফোর্টার বাজারে এনেছে ‘কমফি’। উন্নত কাঁচামাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন কমফি কম্ফোর্টার পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র।

কমফি’র প্রধান পরিচালন কর্মকর্তা কাজী রাশেদুল ইসলাম বলেন, বর্তমানে দুটি সাইজে সিঙ্গেল ও ডাবল- ৮টি ডিজাইনের কমফি কম্ফোর্টার বাজারে রয়েছে। এবারে শীতে আমরা ক্রেতার পছন্দকে মাথায় রেখে ৭টি নতুন দৃষ্টিনন্দন ডিজাইন এনেছি। বর্তমানে মানুষ ফ্যাশন সচেতন। তারা পণ্যের গুণগত মানের পাশাপাশি ডিজাইনকে গুরুত্ব দিয়ে থাকে। শুধু তাই নয়, এসব কম্ফোর্টার সহজে বহনযোগ্য, ওজনে হালকা, আরামদায়ক ও সহজে পরিষ্কার করা যায়।

তিনি বলেন, শীত মৌসুমে কম্বল, লেপের বিকল্প হিসেবে কম্ফোর্টারের চাহিদা দিন দিন বাড়ছে। গত শীত মৌসুমে আমরা ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি। এর ফলে এবার ক্রেতারা যাতে সহজে আমাদের পণ্যটি পেতে পারে, সেজন্য পরিবেশক ও খুচরা বিক্রেতার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া চলমান করোনা মহামারী বিবেচনা করে ফোনের মাধ্যমেও (০৮০০৭৭৭৭৭৭৭ ) ক্রেতারা আমাদের পণ্য অর্ডার করতে পারবেন”।

কমফি’র হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, বর্তমানে রিগ্যাল এম্পোরিয়াম, বেস্ট বাই, স্বপ্ন, আগোরা, সিএসডিসহ অনুমোদিত ডিলার ও রিটেইলারদের মাধ্যমে সারাদেশে পাওয়া যাচ্ছে কমফি কম্ফোর্টার। এছাড়া ক্রেতারা চাইলে অথবা ডটকম ও দারাজ ডটকম এর মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন। অথবা ডটকমের মাধ্যমে পণ্য অর্ডার করলে মিলবে ১০ শতাংশ মুল্যছাড়। কমফি কম্ফোর্টারের সর্বনি¤œ মুল্য ১৭৯৫ টাকা এবং সর্বোচ্চ দাম ৩৫৯০ টাকা।

ভোক্তাদের যাবতীয় বেডিং আইটেম সরবরাহের উদ্দেশ্যে ২০১৬ সালে যাত্রা শুরু করে ‘কমফি’। বর্তমানে কমফি ব্রান্ডের অধীনে বালিশ, ম্যাট্টেস, তোশকসহ ৩৫ ধরনের পণ্য রয়েছে। এবারো শীত মৌসুমে নানা ধরনের পণ্য এনেছে ব্রান্ডটি। কমফি’র ফেসবুক পেজে বিস্তারিত জানতে পারবেন ক্রেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ