Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উদ্বাস্তুদের মাঝে বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

কক্সবাজার সদরের খূরুশকুল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৬০০ জলবায়ু উদ্বাস্তু পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো.কামাল হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, সদর উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান হামিদা তাহের, কক্সবাজার পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, পৌর কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, খুরুশকুল ইনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ বিতরণকালে স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পে স্থান পাওয়া জলবায়ু উদ্বাস্তুরা প্রথম বারের মতো ত্রাণ সামগ্রী পেয়ে খুশি হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ